সাগরের লঘুচাপ পরিণত হতে পারে নিম্নচাপে, বৃষ্টি হওয়ার সম্ভাবনা

Date: 2023-11-11
news-banner
শনিবার (১১ নভেম্বর) দেওয়া আগামী ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে এ আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি।

আজ সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশে রাত এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। অস্থায়ীভাবে মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

চলতি মাসের মাঝামাঝিতে বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদরা। তাঁরা বলছেন, লঘুচাপটি রূপ নিতে পারে ঘূর্ণিঝড়েও। লঘুচাপের প্রভাবে বাড়তে পারে তাপমাত্রা। পরে বৃষ্টি হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. ওমর ফারুক বলেন, ‘১৭ নভেম্বরের দিকে সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর প্রভাবে বৃষ্টি হতে পারে। লঘুচাপ হলে তা ঘূর্ণিঝড়েও রূপ নিতে পারে। তবে এখনই এত তাড়াতাড়ি তা নিশ্চিত করে বলা যায় না।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, মৌসুমী স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল সীতাকুণ্ডে ৩৩ ডিগ্রি সেলসিয়াস এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়াতে ১৪.৪ ডিগ্রি সেলসিয়াস।
image

Leave Your Comments