সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই: আইনমন্ত্রী আনিসুল হক

Date: 2023-11-16
news-banner
আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানে নির্বাচনকালীন সরকার বলে কিছু নেই। কারণ হচ্ছে গণতন্ত্রকে সঠিকভাবে চালিত করার জন্য নির্বাচনের সময়ে যে সরকার থাকে তারা পলিসি ডিসিশন নেয় না, যাতে একটা লেবেল প্লেইংফিল্ড থাকে। তারা এমন কিছু করে না যেটাতে সরকার জনগণকে ভোট দিতে আকৃষ্ট করে।

বৃহস্পতিবার (১৬ নভেম্বর) দুপুরে সচিবালয়ে আইন মন্ত্রণালয়ে মন্ত্রীর নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।
আনিসুল হক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার গণতন্ত্রে বিশ্বাস করে। গণতান্ত্রিক উপায়ে সংসদীয়গণতন্ত্রে যেভাবে সরকার চালিত হয়, নির্বাচন ঘোষণার পর সরকার যেভাবে চালিত হবে ঠিক সেভাবেই হবে।

তফসিল হয়েছে কিন্তু বিএনপি তা প্রত্যাখ্যান করেছে। তারা নির্বাচনে আসবে না বলছে। এ অবস্থায় সরকারের অবস্থান কী— জানতে চাইলে আইনমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী আমরা এখন চলব। সেই সংবিধানের বাইরে আমরা কিছুই করব না। তার কারণ হচ্ছে জনগণ আমাদেরকে সেই ম্যানডেট দেয়নি।
image

Leave Your Comments