বগুড়ায় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা

Date: 2023-04-13
news-banner
বগুড়া আবহাওয়া অফিসের উচ্চ পর্যবেক্ষক শাহ আলম জানান, বর্তমানে এ জেলাসহ দেশের কোনো কোনো এলাকায় মৃদু তাপপ্রবাহ চলছে। বৃহস্পতিবার বেলা ৩টার দিকে চলতি মৌসুমের সর্বোচ্চ ৩৭ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ২৪ শতাংশ। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে চৈত্র মাস শেষ হতে থাকলেও বৃষ্টি না হওয়ায় প্রচণ্ড গরম অনুভূত হচ্ছে। এতে জনগণ বিশেষ করে রোজাদাররা খুব কষ্ট পাচ্ছেন। তৃষ্ণা নিবারণ করতে তারা ইফতারের পর ঠাণ্ডা শরবত, পানি, তরমুজ ও আইসক্রিম খাচ্ছেন। গরমের কারণে ৩০ টাকা কেজির তরমুজ বৃহস্পতিবার ৪৫ থেকে ৫০ টাকা কেজিতে বিক্রি হয়েছে।বগুড়া সদরের শাখারিয়া গ্রামের কৃষক মোহাব্বত আলী, নুরুজ্জামান সরদার, মোসলেম উদ্দিন, জিয়াউল হক প্রমুখ জানান, প্রচণ্ড তাপদাহের কারণে তারা ঠিকমতো মাঠে যেতে পারছেন না। বৃষ্টি না হওয়ায় জমিতে সেচ দিলেও একটু পর শুকিয়ে যাচ্ছে।
image

Leave Your Comments