পহেলগাম হামলার পর ভারত ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে

Date: 2025-04-28
news-banner
পহেলগাম সন্ত্রাসী হামলার পর কূটনৈতিক টানাপোড়েনের মধ্যে আরেকটি পদক্ষেপ হিসেবে, ভারত সোমবার ১৬টি পাকিস্তানি ইউটিউব চ্যানেল নিষিদ্ধ করেছে - যার মোট গ্রাহক সংখ্যা প্রায় ৬৩.০৮ মিলিয়ন। 

২২শে এপ্রিল পহেলগাম সন্ত্রাসী হামলায় ২৬ জনের প্রাণহানির পর ভারতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নিষিদ্ধ হওয়া উল্লেখযোগ্য চ্যানেলগুলোর মধ্যে রয়েছে ডন, জিও নিউজ, সামা টিভি, এআরওয়াই নিউজ, বোল নিউজ, রাফতার ও সোনো নিউজের ইউটিউব প্ল্যাটফর্ম। এছাড়া বেশ কয়েকজন পাকিস্তানি সাংবাদিক যেমন ইরশাদ ভাট্টি, আসমা শিরাজি, উমর চিমা ও মুনিব ফারুকের ব্যক্তিগত ইউটিউব চ্যানেলও নিষেধাজ্ঞার আওতায় এসেছে। দ্য পাকিস্তান রেফারেন্স, সামা স্পোর্টস, উজাইর ক্রিকেট ও রাজি নামার মতো হ্যান্ডেলগুলোও এই নিষেধাজ্ঞার অন্তর্ভুক্ত।

image

Leave Your Comments