রোহিঙ্গাদের সুরক্ষার জন্য জাতিসংঘ মানবাধিকার প্রধানের আহ্বান

Date: 2024-04-20
news-banner
মিয়ানমারের রাখাইন রাজ্যে ক্রমবর্ধমান সংঘাত সাধারণ নাগরিকদের মারাত্মক ঝুঁকির মধ্যে ফেলছে বলে সতর্ক করেছে জাতিসংঘ। 

শুক্রবার জেনেভা থেকে নিজেদের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক এমন পরিস্থিতিতে রাখাইনে বসবাসকারী রোহিঙ্গাদের দুর্বিসহ নিপীড়নের শিকার হওয়া থেকে সুরক্ষার জন্য দেশটির ওপর চাপ প্রয়োগ করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান।

মিয়ানমার সেনাবাহিনীর সাথে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ রোহিঙ্গা ও জাতিগত রাখাইনদের মধ্যে উত্তেজনা বাড়িয়ে তুলছে মন্তব্য করে ভলকার তুর্ক বলেন, এর ফলে এই দুটো গোষ্ঠীর ভেতর পুরোনো সংঘাত পুনরুজ্জীবিত হওয়ার উচ্চ ঝুঁকি রয়েছে।
“আমাদের অবশ্যই উচিত হবে না সেখানে অতীতের পুনরাবৃত্তি ঘটতে দেয়া,” বলেন তিনি।

প্রসঙ্গত, ২০১৭ সালে আরাকানে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমার সেনাবাহিনীর নিপীড়নের ফলে প্রায় সাড়ে সাত লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন। গত নভেম্বরে আরাকান আর্মি মিয়ানমার সেনাবাহিনীর ওপর আক্রমণ করার পর থেকে রাখাইন অঞ্চলে সংঘাত অব্যাহতভাবে বেড়ে চলেছে। 
“বেসামরিক লোকজনকে রক্ষা ও রোহিঙ্গাদের আরেকটি ভয়াবহ নিপীড়নের শিকার হওয়া থেকে রক্ষা করার জন্য মিয়ানমার সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠীগুলোর ওপর প্রভাব রয়েছে এমন দেশগুলোর এখনই উদ্যোগ নেয়া প্রয়োজন,” বলেন ভলকার তুর্ক।
image

Leave Your Comments