পিএসএল খেলতে যাচ্ছেন মিরাজ

Date: 2025-05-19
news-banner
লাহোর কালান্দার্সের হয়ে মেহেদী হাসান মিরাজের খেলার আর বাধা থাকল না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে আজ জানিয়েছে, ২২ থেকে ২৫ মে পর্যন্ত ছাড়পত্র পেয়েছেন টাইগার অলরাউন্ডার।

আগে কখনও বিদেশি কোনো লিগে খেলেননি মিরাজ। জানা গেছে, পিএসএলের প্লে অফে ওঠা লাহোর ছাড়ছেন সিকেন্দার রাজা। তার বদলি হিসেবে মিরাজকে নিয়েছে ফ্র্যাঞ্চাইজিটি। সাড়া পেয়ে আজ বোর্ডের কাছে এনওসির জন্য আবেদন করেছিলেন মিরাজ।

image

Leave Your Comments