দিল্লিতে আজ শুরু বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন

Date: 2025-02-17
news-banner
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মহাপরিচালক পর্যায়ের ‘সীমান্ত সম্মেলন’ শুরু হচ্ছে আজ। বাংলাদেশে গত বছর জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে ক্ষমতার পালাবদলের পর দুই দেশের মধ্যে মহাপরিচালক পর্যায়ে এটাই হবে প্রথম সীমান্ত সম্মেলন। গতকাল বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ভারতের রাজধানী নয়াদিল্লিতে ৫৫তম সীমান্ত সম্মেলন হবে।


গণ-আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর এবার সম্পূর্ণ ভিন্ন এক পরিস্থিতিতে বসছে সীমান্ত সম্মেলন। স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী গত ২৯ জানুয়ারি এক সংবাদ সম্মেলনে বলেছিলেন, এবারের সীমান্ত সম্মেলনে সীমান্ত হত্যা ও মাদকের কারবারসহ যাবতীয় সমস্যা নিয়ে অতীতের তুলনায় ভিন্ন সুরে কথা বলবে বাংলাদেশ।


সীমান্ত সম্মেলন গত নভেম্বরে হওয়ার কথা থাকলেও বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণে তা পিছিয়ে ২০২৫ সালের ফেব্রুয়ারিতে নেয়া হয়।

বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবি মহাপরিচালকের নেতৃত্বে ১৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দল চার দিনব্যাপী এ সম্মেলনে অংশ নেবে। পাশাপাশি প্রধান উপদেষ্টার কার্যালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, ভূমি জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন বৈঠকে।

ভারতের ১৩ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্বে থাকছেন বিএসএফ মহাপরিচালক। ভারতীয় প্রতিনিধি দলে বিএসএফের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও দেশটির স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা থাকবেন।

বিজিবি জানায়, সম্মেলনে সীমান্তে নিরস্ত্র বাংলাদেশীদের ওপর গুলি, সীমান্ত হত্যা, আহত, আটক, অপহরণ রোধ, ভারত থেকে মাদক, অস্ত্র ও গোলাবারুদসহ বিভিন্ন ধরনের নিষিদ্ধ দ্রব্যের চোরাচালান, বাংলাদেশে অনুপ্রবেশ রোধ, সীমান্তের ১৫০ গজের মধ্যে কাঁটাতারের বেড়াসহ অননুমোদিত অবকাঠামো নির্মাণ বন্ধ এবং চলমান অন্যান্য উন্নয়নকাজ নিষ্পত্তি নিয়ে আলোচনা হবে বৈঠকে।
image

Leave Your Comments