পরশুরামে টেকসই বাঁধ ও নদী খননের দাবিতে ৫৬ স্বেচ্ছাসেবী সংগঠনের মানববন্ধন

Date: 2025-07-15
news-banner
ফেনী জেলার পরশুরাম উপজেলায় টেকসই বাঁধ নির্মাণ ও গভীর নদী খননের দাবিতে এক ব্যতিক্রমধর্মী মানববন্ধনের আয়োজন করেছে ৫৬টি স্বেচ্ছাসেবী সংগঠন। সোমবার (১৫ জুলাই) বেলা ১১টায় পরশুরাম উপজেলা সদরের প্রধান সড়কে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা দাবি জানান, প্রতি বর্ষা মৌসুমে মুহুরী ও কহুয়া নদীর ভাঙন ও পানির উচ্চতার কারণে উপজেলার বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। এতে জমি, বসতবাড়ি এবং নানা অবকাঠামোর ব্যাপক ক্ষতি হচ্ছে। বিশেষ করে কৃষকদের ফসলহানি ও নিত্য বসবাসরত মানুষের দুর্ভোগ দিন দিন বেড়েই চলেছে।

মানববন্ধনে বক্তারা বলেন,
"বছরের পর বছর ধরে প্রতিশ্রুতি দিয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো স্থায়ী পদক্ষেপ নিচ্ছে না। আমরা এখন চাই, অবিলম্বে টেকসই বাঁধ নির্মাণ ও নদীর গভীর খনন কাজ শুরু হোক। অন্যথায় পরশুরামের জনগণ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।"

মানববন্ধনে বক্তব্য দেন বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক এবং সচেতন নাগরিকবৃন্দ। তারা বলেন, এই অঞ্চলের জনজীবন ও কৃষিনির্ভর অর্থনীতি রক্ষায় দীর্ঘমেয়াদি পরিকল্পনা ও বাস্তবায়ন সময়ের দাবি।

image

Leave Your Comments