বন্দরনগরী চট্টগ্রামের যানজট পরিস্থিতি দিন দিন ভয়াবহ আকার ধারণ করছে। প্রধান প্রধান সড়কগুলোতে ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে দুর্ভোগ পোহাচ্ছে নগরবাসী। বিশেষ করে বহদ্দারহাট, জিইসি মোড়, টাইগারপাস, আগ্রাবাদ, অক্সিজেন মোড় এবং নিউ মার্কেট এলাকায় যানজটের তীব্রতা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।
অফিসগামী যাত্রী নিরব বলেন, "সকাল ৮টায় বাসা থেকে বের হলেও অফিসে পৌঁছাতে লেগে যায় দেড়-দুই ঘণ্টা। কাজ শেষে বাসায় ফিরতেও একই সমস্যা। প্রতিদিন এভাবে সময় নষ্ট হচ্ছে।"
বাসচালক রাসেল মিয়া জানান, "আগে যেখানে দিনে চার-পাঁচবার যাতায়াত করতাম, এখন যানজটের কারণে দুইবারও পারি না। এতে যাত্রীদের যেমন কষ্ট হচ্ছে, আমাদের আয়ও কমে গেছে।"
যানজটের কারণ
বিশেষজ্ঞদের মতে, যানজটের প্রধান কারণগুলো হলো—
১. অপরিকল্পিত নগরায়ণ: চট্টগ্রামের রাস্তাগুলো সরু এবং যানবাহনের সংখ্যা বেড়েই চলেছে।
২. অবৈধ পার্কিং ও ফুটপাত দখল: দোকানপাট ও হকারদের দখলে চলে গেছে ফুটপাত, ফলে পথচারীরা রাস্তায় নেমে হাঁটতে বাধ্য হচ্ছেন।
৩. পর্যাপ্ত গণপরিবহনের অভাব: যাত্রীদের ব্যক্তিগত যানবাহনের ওপর নির্ভরশীলতা বাড়ছে।
৪. ফ্লাইওভার নির্মাণ ও সড়ক সংস্কার: চলমান উন্নয়ন প্রকল্পগুলোর কারণে অনেক রাস্তা সংকুচিত হয়ে গেছে, যা যানজটের মাত্রা বাড়াচ্ছে।
৫. ট্রাফিক আইন লঙ্ঘন: চালক ও পথচারীদের অসচেতনতা যানজটের অন্যতম কারণ।