ঢাকার একটি আদালত ক্রিকেটার নাসির হোসেন ও তার স্ত্রী তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে করা মামলার শুনানিতে বিব্রত বোধ করেছেন। এই মামলায় অভিযোগ করা হয়েছে যে, তামিমা তার আগের স্বামী রাকিব হাসানকে তালাক না দিয়েই নাসিরকে বিয়ে করেছেন, যা ধর্মীয় ও রাষ্ট্রীয় আইন অনুযায়ী অবৈধ। এছাড়া, নাসির ও তামিমার সম্পর্কের কারণে রাকিব ও তার আট বছর বয়সী কন্যা মানসিকভাবে বিপর্যস্ত হয়েছেন বলে অভিযোগ করা হয়েছে।
২০২১ সালের ২৪ ফেব্রুয়ারি ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে তামিমার সাবেক স্বামী রাকিব হাসান বাদী হয়ে এই মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয় যে, তামিমা ও নাসিরের সম্পর্কের কারণে রাকিবের মানহানি হয়েছে এবং তার পারিবারিক জীবন বিপর্যস্ত হয়েছে।
২০২২ সালের ৯ ফেব্রুয়ারি আদালত নাসির হোসেন ও তামিমা সুলতানা তাম্মির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন। তবে, নাসিরের শাশুড়ি সুমি আক্তারকে মামলায় অব্যাহতি দেওয়া হয়। মামলায় এখন পর্যন্ত ৮ জনের সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হয়েছে। পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য আগামী ২৪ জুন দিন ধার্য করা হয়েছে।
মামলার শুনানিতে আদালত বিব্রত বোধ করায়, এই মামলার বিচার অন্য আদালতে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হতে পারে। এটি মামলার দ্রুত নিষ্পত্তি ও ন্যায়বিচারের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে।