বরখাস্ত হয়েও পদত্যাগ করছেন না ইসরাইলের প্রতিরক্ষামন্ত্রী

Date: 2023-03-29
news-banner
এরপরই তড়িঘড়ি করে নেতানিয়াহুর অফিস থেকে জানানো হয়, প্রতিরক্ষামন্ত্রীকে বরখাস্ত করেছেন নেতানিয়াহু।এ ঘটনার পর তেলআবিবে লাখখানেক মানুষ হাইওয়ে বন্ধ করে প্রতিবাদ দেখাতে থাকেন। জেরুজালেমে নেতানিয়াহুর বাড়ির সামনে প্রচুর বিক্ষোভকারী জমায়েত হন। তাদের সরাতে চায় পুলিশ। এ নিয়ে পুলিশের সঙ্গে জনতার সংঘর্ষ শুরু হয়। নেতানিয়াহুর প্রস্তাবিত সংস্কারে বলা হয়েছে, যে কমিটি বিচারপতিদের নিয়োগ করে, তার উপর সরকারের পুরো নিয়ন্ত্রণ থাকবে। আদালত যাতে চট করে কোনো নেতাকে ক্ষমতাচ্যূত না করতে পারে, তার জন্য বিশেষ ব্যবস্থা নেয়ার কথা বলা হয়েছে।টানা ১২ সপ্তাহের বিক্ষোভের পর সোমবার রাতে সংস্কার প্রস্তাব নিয়ে আলোচনা আগামী পার্লামেন্ট অধিবেশন পর্যন্ত পিছিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। তিনি বলেছেন, রাজনৈতিক বিরোধীদের সঙ্গে সমঝোতার জন্য সময় নিতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন।এদিকে বরখাস্ত হওয়া প্রতিরক্ষামন্ত্রীর এক সহকারী বলেছেন, বরখাস্ত হলেও গ্যালান্ত দায়িত্ব পালন করে যাবেন।
image

Leave Your Comments