কাবা সদৃশ বস্তু নিয়ে ইসলামী পণ্ডিতদের ক্ষোভ

Date: 2024-11-21
news-banner
যে বিষয়কে নিয়ে বিতর্ক, তা হলো সৌদি আরবের বার্ষিক সাংস্কৃতিক উৎসব ‘রিয়াদ সিজনে’ এই ইনস্টলেশনকে কেন্দ্র করে তীব্র প্রতিক্রিয়া দেখা গিয়েছে মূলধারার আরব গণমাধ্যম  সামাজিক যোগাযোগ মাধ্যমে।

সমালোচকরা বলছেন, এটা ইসলামের পবিত্রতম স্থানের অবমাননা করা। তবে সৌদি আরবের সরকারি গণমাধ্যম সব অভিযোগ উড়িয়ে দিয়েছে। গুজব রুখতে কাজ করা এক সৌদি সংগঠনও জানিয়েছে, ফ্যাশন শোতে রাখা যে কাঠামোকে ঘিরে এত বিতর্ক, তা একটা কাচের তৈরি ঘনকাকৃতির একটি বস্তু মাত্র।

বিষয়টা নিয়ে শোরগোল হওয়ার পর সৌদি আরবের ‘অ্যান্টি রিউমর অথরিটি’ বা গুজববিরোধী কর্তৃপক্ষ ওই অনুষ্ঠানে পবিত্র কাবা শরিফের আদলে তৈরি কোনো বস্তু ব্যবহারের বিষয়টা সুস্পষ্টভাবে অস্বীকার করেছে।

কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, এটা কাচের তৈরি একটা ঘনকাকৃতির কাঠামো, যার সঙ্গে কাবার কোনো সম্পর্ক নেই। ‘অ্যান্টি রিউমর অথরিটি’ হলো একটা স্বাধীন সৌদি মিডিয়া প্ল্যাটফরম, যা অনলাইন রিউমর বা গুজবকে ট্র্যাক করে ও তার সত্যতা যাচাই করে।

তবে সমালোচনার উত্তরে সৌদি আরবের সরকারি গণমাধ্যমের ব্যাখ্যা দেওয়া সত্ত্বেও অনেক ইসলামী ব্যক্তিত্ব এই ঘটনাকে ‘ইসলামের অবমাননা’ বলে মনে করেছেন। কট্টরপন্থী কেউ কেউ আবার আরো একধাপ এগিয়ে গিয়ে বলেছেন, এই ‘বিকৃত’ প্রদর্শনীতে যা করা হয়েছে তা ‘শয়তানের কার্যকলাপ’।

সৌদি আরবের সরকারি গণমাধ্যম এসব সমালোচনাকে ওই দেশকে বদনাম করার চেষ্টা বলে উড়িয়ে দিয়েছে।
image

Leave Your Comments