সিংহ-ভালুকসহ নানা প্রাণী উ. কোরিয়ায় পাঠালেন পুতিন

Date: 2024-11-21
news-banner
পুতিন উত্তর কোরিয়ার প্রধান চিড়িয়াখানার জন্য একটি সিংহ এবং দুটি বাদামি ভালুকসহ ৭০টিরও বেশি প্রাণী উপহার হিসেবে পাঠিয়েছেন। তবে এটিই প্রথম নয় যে রাশিয়া উত্তর কোরিয়ায় প্রাণী পাঠিয়েছে।

পুতিনের পরিবেশমন্ত্রী আলেকজান্ডার কোজলভ একটি কার্গো বিমানে করে উত্তর কোরিয়ার রাজধানীতে প্রাণীগুলো পৌঁছে দেন। কোজলভের অফিস গতকাল বুধবার তাদের অফিশিয়াল টেলিগ্রাম চ্যানেলে এ খবর জানিয়েছে।

কোজলভের কার্যালয় জানিয়েছে, ‘মস্কো থেকে পাঠানো পশুর চালানে দুটি ইয়াক, পাঁচটি কাকাতুয়া এবং বেশ কয়েবটি মথুরা বা ফেজান্ট, পাশাপাশি ম্যান্ডারিন হাঁসও অন্তর্ভুক্ত ছিল।

রাশিয়ায় উত্তর কোরিয়ার হাজার হাজার সেনা অবস্থান করছে বলে মার্কিন ও দক্ষিণ কোরিয়া দাবি করেছে, এর পরেই রাশিয়া উত্তর কোরিয়ায় এমন উপহার পাঠাল।

এই বছরের শুরুতে পুতিন উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ২৪টি ঘোড়া উপহার দিয়েছিলেন। উত্তর কোরিয়ার দেওয়া আর্টিলারি শেলগুলোর জন্য ধন্যবাদ হিসেবে এই উপহার পাঠায় রাশিয়া।

উভয় দেশ পশ্চিমাদের নিষেধাজ্ঞার মুখোমুখি হওয়ায় সাম্প্রতিক মাসগুলোতে পুতিন এবং কিম তাদের জোটকে আরো শক্তিশালী করেছে। গত জুন মাসে পুতিন উত্তর কোরিয়া সফরে গিয়েছিলেন।

ওই সফরে পুতিন কিমকে রাশিয়ার তৈরি অরাস লিমুজিন, চা পানের সেট এবং শিল্পকর্ম উপহার দিয়েছিলেন।
image

Leave Your Comments