ভারতে অবৈধভাবে বসবাস ও অর্থ পাচারের অভিযোগে ৯ বাংলাদেশি গ্রেফতার

Date: 2023-12-14
news-banner
ভারতে অবৈধভাবে বসবাস ও অর্থ পাচারের অভিযোগে ৯ জন বাংলাদেশি নাগরিককে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। খবর টাইমস অব ইন্ডিয়ার।

বুধবার মুম্বাইয়ের সেউরি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। অভিযানটি পরিচালনা করেছে মুম্বাই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ শাখার ৬ নম্বর ইউনিট।

অভিযান পরিচালনাকারী ইউনিটের এক কর্মকর্তা বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে অবৈধ পথে বাংলাদেশে অর্থ পাচার এবং ভুয়া আধার কার্ড (ভারতের জাতীয় পরিচয়পত্র) প্রস্তুতকারী চক্রের সঙ্গে সংশ্লিষ্টতারও অভিযোগ রয়েছে।

পুলিশ কর্মকর্তা আরও জানান, ডিসেম্বরের শুরুতে অর্থ পাচারের অভিযোগে মুম্বাই থেকে এক জন পুরুষ এবং এক নারীকে গ্রেফতার করেছিল পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদের পর প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বুধবার সেউরি এলাকার একটি ভবনে অভিযান চালিয়ে আরও দু’জনকে গ্রেফতার করা হয়। পরে প্রাথমিক জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী ওই এলাকার একাধিক ভবন থেকে আরও ৫ জনকে গ্রেফতার করা হয় ।

গ্রেফতারকৃতদের কাছে বাংলাদেশের নাগরিকত্ব বিষয়ক নথিপত্রেরও বৈধতা পাওয়া যায়নি বলেও জানান ওই কর্মকর্তা।
image

Leave Your Comments