জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে দুর্দান্ত কীর্তি গড়লেন শ্রীলঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কা। হারারেতে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে শেষ ওভারে হ্যাটট্রিক করে দেশের অষ্টম বোলার হিসেবে ওয়ানডেতে এই কৃতিত্ব অর্জন করেন তিনি।
শেষ ওভারে মাত্র ১০ রান রক্ষার কঠিন দায়িত্বে নেমে প্রথম বলেই ফেরান ৯২ রানে ব্যাট করা সিকান্দার রাজাকে। এরপর পরপর দুই বলে ব্র্যাড ইভান্স ও রিচার্ড এনগারাভাকে আউট করে হ্যাটট্রিক পূর্ণ করেন এই বাঁহাতি পেসার।
মাদুশাঙ্কা ১০ ওভারে ৬২ রান দিয়ে নেন ৪ উইকেট। তার দুর্দান্ত শেষ ওভারের কল্যাণে শ্রীলঙ্কা জয় পায় ৭ রানে।
এটি ওয়ানডেতে শ্রীলঙ্কার বোলারদের ১১তম হ্যাটট্রিক। লাসিথ মালিঙ্গা ও চামিন্দা ভাসের পথেই এবার হাঁটলেন তরুণ মাদুশাঙ্কা।