চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) এলাকায় শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে দফায় দফায় সংঘর্ষের জেরে হাটহাজারী উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে। রোববার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আবদুল্লাহ আল মুমিন এ নির্দেশ দেন।
১৪৪ ধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট বাজারের পূর্ব সীমা থেকে রেলগেট পর্যন্ত এলাকায় রোববার দুপুর ২টা থেকে সোমবার রাত ১২টা পর্যন্ত সব ধরনের সভা-সমাবেশ ও জমায়েত নিষিদ্ধ করা হয়েছে।
শনিবার রাতে এক ছাত্রীকে দারোয়ান কর্তৃক মারধরের ঘটনা থেকে রোববার সকাল পর্যন্ত সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এতে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য (প্রশাসন)সহ অন্তত ৭০ জন শিক্ষার্থী আহত হন। স্থানীয়দের ছোড়া ইট-পাটকেলে এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। শিক্ষার্থীরা জানান, হামলাকারীদের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সংঘর্ষে উসকানি দেওয়া হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে রাত ৩টার দিকে সেনাবাহিনী মোতায়েন করা হয়। সহিংসতার কারণে বিশ্ববিদ্যালয়ের রোববারের সকল পরীক্ষা স্থগিত করা হয়েছে।