ইসির সামনে হাতাহাতিতে জড়ালেন নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকরা

Date: 2023-12-14
news-banner
নির্বাচন কমিশনে আপিল শুনানিতে প্রার্থীর সঙ্গে এসে হাতাহাতিতে জড়িয়েছেন কুমিল্লা-১ আসনের আওয়ামী লীগের প্রার্থী আব্দুস সবুর ও স্বতন্ত্র প্রার্থী ব্যারিস্টার নাঈমের সমর্থকরা। এ সময় আগারগাঁও নির্বাচন ভবনের সামন থেকে স্বতন্ত্র প্রার্থীর দুই সমর্থককে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টায় নির্বাচন ভবনের সামনে এই ঘটনা ঘটে।

শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক নিয়ামুল ইসলাম ঘটনার বিষয়ে বলেন, একটু উত্তেজনা তৈরি হয়েছিল। পরবর্তীতে পুলিশ বিষয়টি নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এখন আইনশৃঙ্খলা পরিস্থিতি সুন্দর ও স্বাভাবিক রয়েছে। 

তবে দুজনকে আটক নয়, জিজ্ঞাসাবাদ করার জন্য হেফাজতে রাখা হয়েছে বলে জানান এই পুলিশ সদস্য।

জানা গেছে, আটক দুজন হলেন প্লাবন ও সানজিদ। তারা দুজনই কুমিল্লা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসানের সমর্থক।

প্রত্যক্ষদর্শীরা জানান, রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে দায়ের করা আপিল শুনানিতে আজ কুমিল্লা-১ আসনের স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসান অংশ নেন। দুপুর সোয়া ১২টার দিকে তার আপিল নামঞ্জুর করা হয়। পরে তিনি বাইরে বেরিয়ে এলে তার সমর্থকদের সঙ্গে আবদুস সবুরের সমর্থকদের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

এ ঘটনায় আব্দুস সবুরের কর্মী-সমর্থকদের দায়ী করেছেন স্বতন্ত্র প্রার্থী নাঈম হাসান।
image

Leave Your Comments