খুলনায় র্যাবের মাদক বিরোধী অভিযানে ৫৫০০ পিস ইয়াবাসহ ৩ জন ব্যবসায়ীদেরকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান এরই ধারাবাহিকতায় গত ১৩ ডিসেম্বের র্যাব-৬, খুলনার স্পেশাল কোম্পানির একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, খুলনা জেলার রূপসা থানাধীন পূর্ব রূপসাঘাট এলাকায় তাছির নিউজ প্লেস, সংবাদপত্র এজেন্ট দোকানের সামনে ইটের রাস্তার উপর কতিপয় ব্যক্তিগণ বাসে করে অবৈধ মাদকদ্রব্য ইয়াবার চালান নিয়ে কক্সবাজার থেকে খুলনার উদ্দেশ্য আসতেছে। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দলটি একই তারিখ বিকালে খুলনা জেলার রূপসা থানাধীন পূর্ব রূপসাঘাট এলাকায় তাছির নিউজ প্লেস, সংবাদপত্র এজেন্ট দোকানের সামনে ইটের রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী ১। শেখ সিরাজুল ইসলাম @ আকাশ(১৯), পিতা-শেখ মামুন, থানা-পালং, জেলা-শরিয়তপুর, /পি-ময়লাপোতা,থানা-খুলনা সদর; ২। নয়ন গাজী @ ইমরান (২০), পিতা-মৃত ইবাদুল গাজী, থানা-মোরেলগঞ্জ, জেলা-বাগেরহাট, এ/পি-আমতলা, থানা-খুলনা সদর; ৩। মোঃ মাহমুদ রিজভী(২৩), পিতা-মোঃ মনির হোসেন, থানা-পিরোজপুর সদর, জেলা-পিরোজপুর, এ/পি-আমতলা, থানা-খুলনা সদর, জেলা-কেএমপি, খুলনাদেরকে ৫,৫০০(পাঁচ হাজার পাঁচশত) পিস ইয়াবা ০৪(চার)টি মোবাইল ফোন, ০২(দুই)টি রূপার আংটি, ০১(এক)টি রুপার ব্রেসলাইট এবং নগদ ৪,০৫০/-(চারহাজার পঞ্চাশ) টাকাসহ হাতেনাতে গ্রেফতার করে।
পরবর্তীতে গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে খুলনা জেলার রুপসা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।