নির্বাচনে সেনা মোতায়েনে রাষ্ট্রপতির সম্মতি পেয়েছে ইসি
Date: 2023-12-17
বাংলাদেশে আগামী ৭ জানুয়ারি অনুষ্ঠেয় সাধারণ নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের নীতিগত অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন।
রোববার ঢাকায় বঙ্গভবনে রাষ্ট্রপতি ও প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের মধ্যে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে ইসি সচিব মো. জাহাংগীর আলম সাংবাদিকদের বলেন, “দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেনা মোতায়েনের বিষয়ে নীতিগত অনুমোদন দিয়েছেন রাষ্ট্রপতি। তবে কবে থেকে সেনা মোতায়েন হবে তা আলোচনা সাপেক্ষে সিদ্ধান্ত নেওয়া হবে।"
সকাল সাড়ে ১১টা পর্যন্ত প্রায় আধা ঘণ্টা বৈঠক চলে।
এর আগে গত ১১ ডিসেম্বর নির্বাচন কমিশন ৭ জানুয়ারির সাধারণ নির্বাচন উপলক্ষে ২৯ ডিসেম্বর থেকে ১৩ দিনের জন্য সারা দেশে সেনা মোতায়েন করার সিদ্ধান্ত নেয়।
সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান ওই দিন নির্বাচন ভবনে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে এ তথ্য জানান।
তিনি বলেছিলেন যে, ১০ জানুয়ারি পর্যন্ত সেনা মোতায়েন থাকবে।
বিএনপিসহ গুরুত্বপূর্ণ কয়েকটি বিরোধী দল এই নির্বাচনে অংশ না নিয়ে তফসিল বাতিল ও সরকারের পদত্যাগের দাবিতে আন্দোলন করে আসছে।