জাতীয় পার্টিকে (জাপা) ২৬টি আসন ছেড়ে দিতে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। একইসঙ্গে শরিক ১৪ দলের জন্য ছয়টি আসন ছেড়ে দিতে আবেদন করেছে দলটি।
আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া আজ রোববার (১৭ ডিসেম্বর) ইসি থেকে বের হয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এই তথ্য নিশ্চিত করেছেন।
আজ বিকেলের আগ পর্যন্ত জাপাকে কতটি আসনে ছাড় দিচ্ছে আওয়ামী লীগ, তা নিয়ে ধোঁয়াশা কাটছিল না। যদিও জাপা মহাসচিব মুজিবুল হক চুন্নু গণমাধ্যমকে জানিয়েছিলেন, আজ বিকেলেই বিষয়টি পরিষ্কার হবে।
এর আগে গতকাল দুই দফায় নিজেদের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় ক্ষমতাসীন দলের একাধিক সূত্র জানায়, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনের আগে জাতীয় পার্টিকে আসন ছাড় নিয়ে নিজেদের মধ্যে আলোচনায় বসেন নেতারা। যদিও কোন আসন বা কতটি আসনে দলটি জাপাকে ছাড় দেবে, তা জানায়নি সেই সূত্র। আজ সকাল থেকেও বিষয়টি ছিল আলোচনায়। এরপর বিকেল সোয়া ৪টার দিকে ইসি থেকে বের হয়ে বিপ্লব বড়ুয়া মনোনয়নপত্র প্রত্যাহারের তথ্য দিলেন।