ভোটে থাকছে জাতীয় পার্টি: মহাস‌চিব চুন্নু

Date: 2023-12-17
news-banner
আসন বণ্টন নি‌য়ে আওয়ামী লী‌গের স‌ঙ্গে মন কষাকষি হ‌লেও জাতীয় পা‌র্টি (জাপা) আসন্ন সংসদ নির্বাচ‌নে থাক‌ছে। লাঙ‌লের প্রার্থী থাক‌বে ২৮৩ আস‌নে। জাপা মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু আজ রোববার বি‌কে‌ল সা‌ড়ে তিনটার দি‌কে দ‌লের বনানী কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। 

মুজিবুল হক বলেন, ‘কোনো জোট হয়নি। আসন সমঝোতা হয়নি। তবে কিছু আসনের ক্ষেত্রে কিছু কৌশল রয়েছে।’ মু‌জিবুল হক চুন্নু ব‌লে‌ছেন, সরকা‌র ও নির্বাচন ক‌মিশনের কা‌ছে দা‌বি ছিল ভা‌লো নির্বাচন করার। তা‌দের আচরণে মোটামু‌টি আস্থা এসেছে। তাই নির্বাচ‌নে থাক‌বে জাপা। 

জাপা‌কে ২৬ আসন ছে‌ড়ে‌ছে আওয়ামী লীগ। এসব আস‌নে নৌকার প্রার্থী থাক‌ছে না। ত‌বে ক‌য়েক‌টি‌তে থাক‌ছে আওয়ামী লী‌গের ম‌নোনয়নব‌ঞ্চিত স্বতন্ত্র প্রার্থীরা। 
আওয়ামী লী‌গের স‌ঙ্গে কত আস‌নে সম‌ঝোতা হ‌য়ে‌ছে, মহাস‌চিব মু‌জিবুল হক চুন্নু তা জানান‌নি। জাপা জ্যেষ্ঠ নেতা‌দের আওয়ামী লীগ কিছু আস‌নে ছাড় দি‌চ্ছে জা‌নি‌য়ে তিনি ব‌লে‌ছেন, রোববা‌র রা‌তের ম‌ধ্যে আসন সংখ্যা জানানো হ‌বে। কিছু কিছু জায়গায় কৌশল থাক‌তে পা‌রে। তা জানা‌নোর প্রয়োজন নেই। 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ৭ই জানুয়ারি অনুষ্ঠিত হবে। আজ ছিলো মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন।
image

Leave Your Comments