নির্বাচনে জাপানের ১৬ জন পর্যবেক্ষক থাকবে: রাষ্ট্রদূত

Date: 2023-12-18
news-banner
আসন্ন দ্বাদশ সংসদ নির্বাচনে জাপানের পক্ষ থেকে ১৬ জনের পর্যবেক্ষক টিম থাকবে বলে নিশ্চিত করেছে ঢাকায় নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইওয়ামা কিমিনোরি।

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন তিনি।

সোমবার (১৮ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনের সম্মেলন কক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
সাংবাদিকদের ইওয়ামা কিমিনোরি বলেন, ভোট পর্যবেক্ষণে জাপান থেকে তিনজন পর্যবেক্ষক ও ১৩ জন সাপোর্টিং স্টাফ থাকবে। মোট ১৬ জনের টিম পর্যবেক্ষণে অংশ নেবে।

এর মধ্যে ১৩ জন আমাদের এইখান থেকেই রেজিস্ট্রেশন করেছে। যারা অংশগ্রহণ করবে। আর তিনজন জাপান থেকে আসবেন।
সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হবে বলে আশা করে ইওয়ামা কিমিনোরি বলেন, আমরা বাংলাদেশে জাতীয় সংসদ নির্বাচনে হস্তক্ষেপ করব না। এ বিষয়ে আমরা মন্তব্য করতে চাই না। নির্বাচন বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় বলে মন্তব্য করেন তিনি।
image

Leave Your Comments