তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ সদস্যের কমিটি

Date: 2023-12-19
news-banner
রাজধানী তেজগাঁও রেলস্টশনে ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনে অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) স্টেশন মাস্টার শহিদুল ইসলাম এ কথা জানান।

নেত্রকোনা থেকে ছেড়ে আসা ‘মোহনগঞ্জ এক্সপ্রেস’ ট্রেনটি তেজগাঁও রেলস্টেশনে পৌঁছলে ৩টি বগিতে আগুন লাগে। মঙ্গলবার ভোর ৫টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট গিয়ে কাজ করে এবং সকাল ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

টেনে আগুনের ঘটনায় একটি বগি থেকে ৪ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহগুলোর মধ্যে একটি শিশু, একজন নারী ও দুইজন পুরুষ। এর মধ্যে দুইজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিরা আক্তার পপি (৩৫) এবং তার তিন বছরের শিশু সন্তান ইয়াসিন।

এর আগে গত ১৩ ডিসেম্বর ভোরে গাজীপুরের শ্রীপুর উপজেলার প্রহল্লাদপুর ইউনিয়নের বনখড়িয়ার চিলাই ব্রিজ সংলগ্ন এলাকায় ঢাকাগামী মোহনগঞ্জ এক্সপ্রেসের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হয়। দুর্বৃত্তরা রেললাইন কেটে ফেলায় এ দুর্ঘটনা ঘটে। ওই দুর্ঘটনায় এক যাত্রী নিহত এবং ট্রেনের লোকোমাস্টার ও সহকারী লোকোমাস্টারসহ বেশ কয়েকজন যাত্রী আহত হয়।
image

Leave Your Comments