হুতিদের থেকে বাণিজ্যিক জাহাজ রক্ষায় যুক্তরাষ্ট্রের নতুন পরিকল্পনা

Date: 2023-12-19
news-banner
গাজায় ইসরায়েলের নিষ্ঠুর হামলার প্রতিবাদে সরব হয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা গাজাবাসীদের পক্ষ নিয়ে ইসরায়েলে হামলা চালানোর পাশাপাশি লোহিত সাগরে ইসরায়েলের পণ্যবাহী জাহাজেও হামলা চালাচ্ছে। এমন পরিস্থিতিতে উদ্বিগ্ন হয়ে বিশ্বের বড় বড় কিছু জাহাজ কোম্পানি লোহিত সাগরে জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করেছে।

পণ্যবাহী জাহাজে হুতিদের একের পর এক হামলায় এবার নতুন পরিকল্পনা সাজিয়েছে যুক্তরাষ্ট্র। নতুন এই উদ্যোগের নাম দেয়া হয়েছে ‘প্রসপারিটি গার্ডিয়ান’।
নতুন পরিকল্পনার অংশ হিসেবে লোহিত সাগরে হুথি বিদ্রোহীদের হামলা মোকাবিলায় ১০ দেশের জোট গঠনের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। হুথিদের হামলা ঠেকাতে এসব দেশ সমন্বিতভাবে কাজ করবে। যুক্তরাষ্ট্রসহ ব্রিটেন, কানাডা, ফ্রান্স, ইতালি, নেদারল্যান্ডস, নরওয়ে, সিচেলিস ও স্পেন লোহিত সাগর এবং এডেন উপসাগরীয় অঞ্চলে পাহাড়া দিবে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন বাহরাইন সফরের সময় নতুন এই আন্তর্জাতিক জোটে অংশ নেয়া দেশগুলোকে চিহ্নিত করেন। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে অস্টিন বলেন, ‘এটি একটি আন্তর্জাতিক চ্যালেঞ্জ যা সম্মিলিত পদক্ষেপের দাবি রাখে। তাই আজ আমি একটি গুরুত্বপূর্ণ নতুন বহুজাতিক নিরাপত্তা উদ্যোগ অপারেশন প্রসপারিটি গার্ডিয়ান প্রতিষ্ঠার ঘোষণা দিচ্ছি।’

এর আগে, ইয়েমেনের কাছে এডেন উপসাগরে বিমানবাহী রণতরিসহ কিছু যুদ্ধজাহাজ মোতায়েন করে যুক্তরাষ্ট্র। মূলত লোহিত সাগরে ইসরায়েল অভিমুখী কয়েকটি জাহাজে ইয়েমেনি বিদ্রোহী গোষ্ঠী হুতির হামলার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নিয়েছে যুক্তরাষ্ট্র।

গোপনীয়তার স্বার্থে নাম প্রকাশ না করার শর্তে মার্কিন প্রতিরক্ষা বিভাগের এক সূত্র পলিটিকোকে বলেছে, ‘পেন্টাগন সম্প্রতি বিমানবাহী রণতরি ডুইট ডি. আইজেনহাওয়ার ক্যারিয়ারসহ অন্যান্য একদল যুদ্ধজাহাজকে পারস্য উপসাগর থেকে ইয়েমেনের উপকূলের অদূরে এডেন উপসাগরে পাঠিয়েছে। মূলত হুতিদের আক্রমণের বিপরীতে সম্ভাব্য মার্কিন প্রতিক্রিয়ার অংশ হিসেবে এটি করা হয়েছে।’

সর্বশেষ গতকাল ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি আবারো ইসরায়েল অভিমুখী আরও দু'টি জাহাজে হামলা চালিয়েছে।
image

Leave Your Comments