পঞ্চগড়ে টানা ৫ দিন ধরে সর্বনিম্ন তাপমাত্রা

Date: 2023-12-20
news-banner
উত্তরের জেলা পঞ্চগড়ে জেঁকে বসে শীত ৷ বুধবার (২০ ডিসেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। যা দেশের সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

এর আগে, গতকাল মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল ৯টায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ জেলায় টানা ৫ দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।

গত কয়েক দিন থেকে এ জেলায় শীতের তীব্রতা বেড়েছে ৷ কুয়াশা কিছুটা কাটলেও কমেনি শীতের তীব্রতা। সন্ধ্যার পর থেকেই উত্তরের হিমেল হওয়া বইতে শুরু করে। ফলে এখানকার গরীব, অসহায় ও শীতার্ত মানুষরা পড়েছেন চরম বিপাকে।

এ বিষয়ে তেঁতুলিয়া আবহাওয়া অফিস বলছে, টানা ৫ দিন ধরে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে। এখানে কয়েক দিন ধরে তাপমাত্রা ৯-১০ ডিগ্রির ঘরে ওঠা নামা করছে। এটিকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়। মাসের শেষের দিকে তাপমাত্রা আরও কমার আশঙ্কা রয়েছে বলেও জানান তিনি।
image

Leave Your Comments