সহযোগী অধ্যাপক হলেন ১২০ চিকিৎসক

Date: 2023-12-23
news-banner
দেশের বিভিন্ন মেডিকেল শিক্ষা প্রতিষ্ঠান ও হাসপাতালে কর্মরত ১২০ জন বিশেষজ্ঞ চিকিৎসককে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১ ডিসেম্বর) স্বাস্থ্য মন্ত্রণালয়ের সেবা বিভাগের পারসোনেল-১ শাখার উপসচিব সারমিন সুলতানা স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় পদোন্নতি কমিটির সুপারিশের ভিত্তিতে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতিপ্রাপ্ত বর্ণিত কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণ করে তাদের নামের পাশে বর্ণিত কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

এতে পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদেরকে আগামী ৩০ ডিসেম্বর মধ্যে বদলি বা পদায়ন হওয়া কর্মস্থলে যোগদান করতে বলা হয়েছে। একইসঙ্গে তাদের যোগদানপত্র প্রাপ্তির পর স্ব-স্ব প্রতিষ্ঠানপ্রধান যোগদানপত্র গ্রহণ করে তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য সেবা বিভাগের পার-১ শাখার ইমেইলে (per1@hsd.gov.bd) অবহিত করবেন।

লিয়েন অথবা প্রেষণ অথবা শিক্ষা ছুটি ভোগরত কর্মকর্তাদের ক্ষেত্রে যোগদানের পর পদোন্নতির পদায়ন কার্যকর হবে বলেও পজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
image

Leave Your Comments