চট্টগ্রাম, ময়মনসিংহসহ দেশের তিনটি বিভাগে হালকা বৃষ্টি হতে পারে। শনিবার (২৩ ডিসেম্বর) এমন পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।
আবহাওয়াবিদরা বলেছেন, বৃষ্টির পর আকাশ মেঘমুক্ত হলে সর্বনিম্ন তাপমাত্রা কমতে পারে। ফলে চলতি মাসের শেষ দিকে শীতের অনুভূতি বাড়ার সম্ভাবনা আছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, আজ সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার ও সোমবার ময়মনসিংহ, সিলেট ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকা ও দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যান্য অঞ্চলে হালকা থেকে মাঝারি কুয়াশা পড়তে পারে। সোমবার থেকে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে তাপমাত্রা ক্রমাগত কমার প্রবণতা শুরু হতে পারে আগামী ২৬ ডিসেম্বরের (মঙ্গলবার) পর।
আবহাওয়াবিদরা বলেছেন, কিছুদিন দেশের দক্ষিণাঞ্চলে কুয়াশার ঘনত্ব বেশি থাকতে পারে। দক্ষিণাঞ্চল বঙ্গোপসাগরের নিকটবর্তী হওয়ায় এই অঞ্চলের নদী অববাহিকায় থাকা মেঘ এ সময়ে কুয়াশায় পরিণত হয়। ফলে দক্ষিণাঞ্চলের কোথাও কোথাও মধ্যরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা থাকতে পারে।