আন্তর্জাতিক ডেস্কঃ ফ্রান্সের রাজধানী প্যারিসের উপকণ্ঠে একটি ফ্ল্যাট থেকে মা ও তার চার শিশু সন্তানের মরদেহ উদ্ধার করেছে প্যারিসের আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী। প্যারিসের উত্তর-পূর্বাঞ্চলীয় মিউক্স শহরে ক্রিসমাসের দিন সোমবার এ ঘটনা ঘটে। পাঁচটি মৃতদেহ পাওয়া যাওয়ার পর হত্যার তদন্ত শুরু করেছে পুলিশ। খবর বিবিসির।
স্থানীয় গণমাধ্যম জানায়, একজন নারী ও তার চারটি শিশু সন্তানকে হত্যা করা হয়েছে নাকি তারা আত্মহত্যা করেছেন, তা পরিষ্কার নয়। তাছাড়া চারটি শিশুই কন্যা সন্তান কিনা, তা তাৎক্ষণিক প্রকাশ করেনি পুলিশ।
তবে পুলিশ ওই শিশুদের বাবাকে খুঁজছে। ৩৩ বছর বয়সী ওই ব্যক্তি ‘পলাতক’ বলে আশঙ্কা পুলিশের।
প্রসিকিউটর জ্যঁ ব্যাপটিস্টা ব্লেডিয়ার স্থানীয় মিডিয়াকে বলেন, প্যারিসের উপকণ্ঠে মিউক্স শহরে অ্যাপার্টমেন্টে লাশ উদ্ধারের ঘটনায় ভার্সাই জুডিশিয়াল পুলিশ সার্ভিস তদন্ত করছে।
এ ঘটনায় উদ্বিগ্ন প্যারিসের আইন-শৃঙ্খলা রক্ষাবাহিনী। কেননা, সম্প্রতি প্যারিসের বিভিন্ন এলাকায় এ ধরনের সিরিজ শিশুহত্যার প্রবণতা দেখা গেছে। এসব শিশুরা অনেক সময় পারিবারিক হত্যাকাণ্ডের শিকার হচ্ছে।
নভেম্বরের শেষের দিকে প্যারিসের দক্ষিণ-পূর্ব শহরতলির আলফোর্টভিলে ৪১ বছর বয়সী এক ব্যক্তি তার তিন মেয়েকে হত্যা করে। এসব শিশুদের বয়স চার থেকে ১১ বছর। নিজের মেয়েদের হত্যার পর পুরিশের কাছে ধরা দেয় ওই ব্যক্তি।
এর আগে অক্টোবরে এক পুলিশ সদস্য তার তিন মেয়েকে হত্যা করে নিজেও আত্মহত্যা করেন। আগে প্যারিসের ভ্যাল-ড'ওইসের ভেমারসে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটান ওই ব্যক্তি।