নির্বাচন কমিশনার বিগ্রেডিয়ার জেনারেল (অব:) আহসান হাবিব খান বলেছেন, ভোট কেন্দ্রে কারো অস্বচ্ছতা বা অসতর্কতা গ্রহণ করা হবে না। কোনো কেন্দ্রে জাল ভোট হলেই সেই কেন্দ্রের ভোট বন্ধের পাশাপাশ সংশ্লিষ্টদের বরখাস্ত করা হবে।
মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে ভোলার জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ সংসদ নির্বাচনের প্রার্থী, রির্টানিং কর্মকর্তা ও আন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
নির্বাচন কমিশনার আহসান হাবিব খান বলেন, গণতন্ত্র, সংবিধান, দেশ এবং দেশের অর্থনীতি বাঁচাতে নির্বাচন হবে শতভাগ অবাধ, সুষ্ুঠ এবং নিরপেক্ষ।
তিনি বলেন, নির্বাচন পরিচালনার দায়বদ্ধতা সবার, তাই সবাই দায়িত্ব নিয়ে শততার সঙ্গে কাজ করবেন। অধিক ঝুঁকিপূর্ণ কেন্দ্রগুলোতে বাড়তি নিরাপত্তা দিবে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
ভোলার জেলা প্রশাসক ও রির্টানিং কর্মকর্তা আরিফুজ্জামানের সভাপতিত্বে মতবিমিনিয় সভায় জেলা প্রশাসনের কর্মকর্তা ও ভোলার চারটি সংসদীয় আসনের ১৬ জন প্রার্থী উপস্থিত ছিলেন।