সহিংসতা রোধে প্রশাসনকে আরও কঠোর হওয়ার নির্দেশ সিইসির

Date: 2023-12-28
news-banner
সহিংসতা রোধে প্রশাসনকে আরো কঠোর হওয়ার নির্দেশ দিলেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। বৃহস্পতিবার (২৮ ডিসেম্বর) মানবাধিকার কমিশন চেয়ারম্যানের সাথে বৈঠক শেষে এ নির্দেশনা দেন তিনি।

সিইসি বলেন, ভোটাররা যেন অবাধে ভোটকেন্দ্রে যেতে পারেন তা নিশ্চিত করতে হবে। কেউ নির্বাচনে না আসলে কমিশনের কিছু করার থাকে না। 

এদিকে মানবাধিকার কমিশন চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদ বলেন, সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন দেখতে চান তারা। ভোট দিতে না দেয়া এবং জোর করে ভোট দিতে বাধ্য করা দুটোই মানবাধিকার লংঘন।

এর আগে বৃহস্পতিবার বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনারের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। মানবাধিকার কমিশনের চেয়ারম্যান ড. কামাল উদ্দিন আহমেদের নেতৃত্বে ইসির সঙ্গে বৈঠকে বসেছেন আট সদস্যবিশিষ্ট প্রতিনিধি দল।

আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন রাজনৈতিক দলের এক হাজার ৮৯৫ জনের মতো প্রার্থী প্রচার চালাচ্ছেন। এতে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনসহ মানবাধিকার লঙ্ঘন হচ্ছে বলেও অভিযোগ করছেন অনেকে।
image

Leave Your Comments