জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ এক মাস বাড়াল অন্তর্বর্তী সরকার

Date: 2025-08-12
news-banner
জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার লক্ষ্যে গঠিত কমিশনের মেয়াদ এক মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার। সোমবার (১১ আগস্ট) মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

কমিশনটির পূর্বঘোষিত মেয়াদ ছিল ছয় মাস, যা শেষ হওয়ার কথা ছিল ১৫ আগস্ট ২০২৫। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, কমিশনের মেয়াদ এখন বাড়িয়ে ১৫ সেপ্টেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।

সরকার বলছে, কমিশনের কাজ এখনো চলমান, এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে আলোচনার অগ্রগতি হলেও চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছাতে সময় প্রয়োজন। এ কারণেই মেয়াদ বাড়ানো হয়েছে।

উল্লেখ্য, চলমান রাজনৈতিক সংকট নিরসনে একটি সর্বজনীন ও গ্রহণযোগ্য পথ খুঁজে বের করার লক্ষ্যে চলতি বছরের ফেব্রুয়ারিতে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করা হয়। কমিশনটি ইতোমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নাগরিক প্রতিনিধিদের সঙ্গে একাধিক দফায় বৈঠক করেছে।
image

Leave Your Comments