গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় প্রতিশ্রুতিবদ্ধ অন্তর্বর্তী সরকার: ড. মুহাম্মদ ইউনূস

Date: 2025-08-13
news-banner
বাংলাদেশে গণতন্ত্রকে শক্তিশালী করা ও জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিতে প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন, “আমরা ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অবাধ, সুষ্ঠু ও স্বচ্ছ নির্বাচন আয়োজনের জন্য কঠোর পরিশ্রম করছি—যাতে ক্ষমতা জনগণের প্রকৃত প্রতিনিধিদের হাতে হস্তান্তর করা যায়।”

বুধবার (১৩ আগস্ট) মালয়েশিয়ার ন্যাশনাল ইউনিভার্সিটির বিশেষ সমাবর্তনে বক্তৃতাকালে তিনি এসব কথা বলেন। সামাজিক ব্যবসা প্রসারে অবদানের জন্য অনুষ্ঠানে তাকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি দেওয়া হয়।

বক্তব্যে ড. ইউনূস বলেন, সংস্কারই এখন সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার। উদ্যোক্তা উন্নয়ন, শিক্ষা ও প্রযুক্তিতে বিনিয়োগ এবং আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে ঘনিষ্ঠ কাজের মাধ্যমে অন্তর্ভুক্তিমূলক অর্থনীতি গড়ার পরিকল্পনা রয়েছে সরকারের।

তিনি আরও বলেন, “২০২৪ সালের জুলাই-আগস্টে যুবসমাজের নেতৃত্বে গড়ে ওঠা আন্দোলন জাতীয় পরিচয়ে নতুন অর্থ দিয়েছে এবং ভবিষ্যতের জন্য নতুন আশা জাগিয়েছে।”

অনুষ্ঠানে মালয়েশিয়ার রাজপরিবারের সদস্য, বিশ্ববিদ্যালয়ের শীর্ষ কর্মকর্তাসহ দেশটির উচ্চশিক্ষামন্ত্রী উপস্থিত ছিলেন।
image

Leave Your Comments