রাষ্ট্র ও মানবাধিকারকর্মীদের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে

Date: 2023-12-31
news-banner
বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি খুবই খারাপ বলে মন্তব্য করেছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল।

রোববার (৩১ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত ‘বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০২৩: এমএসএফের পর্যবেক্ষণ’ শীর্ষক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সুলতানা কামাল বলেন, মানবাধিকারের কথা তুললে সরকার বিরক্ত হচ্ছে। যারা মানবাধিকারের কথা বলছেন, তাদের বৈরিতার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে৷ রাষ্ট্র ও মানবাধিকার কর্মীদের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে৷
তিনি বলেন, সরকার মানবাধিকারের কথা শুনলেই অসন্তোষ প্রকাশ করে। যারা মানবাধিকারের কথা বলছেন, তাদের বৈরিতার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে৷ রাষ্ট্র ও মানবাধিকারকর্মীদের মুখোমুখি দাঁড় করানো হচ্ছে৷
মানবাধিকার কোনো গুরুত্বপূর্ণ ব্যাপার না—সরকার এমন একটা পরিস্থিতি তৈরি করেছে।

সুলতানা কামাল বলেন, সরকার মনে করছে, শুধু অবকাঠামো উন্নয়ন হলেও যথেষ্ট৷ মানুষের মন-মানসিকতা, মানবাধিকার বোধ উন্নয়নে যেন তাদের দায়িত্ব নেই।

সংবাদ সম্মেলনে 'বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি ২০২৩: এমএসএফের পর্যবেক্ষণ' শীর্ষক একটি প্রতিবেদন উপস্থাপন করেন এমএসএফের প্রধান নির্বাহী সাইদুর রহমান।
ওই প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে রাজনৈতিক সহিংসতার ৪০০টি ঘটনায় আহত হয়েছেন চার হাজার ৯৯৯ জন। ১৩৮টি ঘটনায় নিহত হয়েছেন ৬৬৯ জন। চলতি বছরে ১৫টি বন্দুকযুদ্ধে সাত জন নিহত হয়েছেন। ৮৯টি অপহরণের অভিযোগ উঠেছে আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে।
image

Leave Your Comments