ভারতের আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, নিহত অন্তত ১৪

Date: 2024-01-03
news-banner
আন্তর্জাতিক ডেস্কঃ উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় ১৪ জন নিহত, আরও ২৭ জন গুরুতর আহত হয়েছেন।বুধবার (৩ জানুয়ারি) ভোরে রাজ্যটির দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে যাত্রীবাহী একটি বাসের মুখোমুখি সংঘর্ষের জেরে হতাহতের এই ঘটনা ঘটে।

বুধবার (৩ ডিসেম্বর) আলাদা-আলাদা প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় বার্তাসংস্থা এএনআই এবং সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোর ৫টার দিকে আসামের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে ৪৫ জন যাত্রীকে বহনকারী একটি বাসের সংঘর্ষে অন্তত ১৪ জন নিহত এবং আরও ২৭ জন গুরুতর আহত হয়েছেন।

পুলিশ জানিয়েছে, পিকনিক পার্টির ৪৫ জন সদস্যকে নিয়ে তিনসুকিয়ার তিলিঙ্গা মন্দিরে যাওয়ার সময় ওই বাসটির দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়।
তারা জানান, পিকনিকে যাওয়ার উদ্দেশে ভোর ৩ টার দিকে ওই বাসে করে যাত্রীরা তাদের যাত্রা শুরু করে এবং গন্তব্যে পৌঁছানোর আগেই মার্গেরিটা থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সাথে দেরগাঁওয়ে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।

ঘটনাস্থলে পৌঁছে আহত যাত্রীদের উদ্ধার করে জোরহাট মেডিকেল কলেজে ভর্তি করেছে পুলিশ। একজন কর্মকর্তা জানিয়েছেন, আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

এছাড়া ঘটনাস্থলেই মারা যাওয়া ১৪ যাত্রীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

সুত্র : এএনআই এবং সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে
image

Leave Your Comments