দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের দুইদিন আগে ভোটকেন্দ্রের অফিস কক্ষে আগুন দিয়েছে দুবৃর্ত্তরা।
শুক্রবার (৫ জানুয়ারি) ভোরে ফেনীর সোনাগাজী উপজেলার চর দরবেশ ইউনিয়নের চর সাহাভিকারী উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আগুনে কেন্দ্রের একটি কক্ষের কিছু অংশ পুড়ে গেছে। তবে আধা ঘণ্টার মধ্যেই ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে যেখানে আগুন লেগেছে সেখানে নির্বাচনের কোনো বুথ রাখা হয়নি। এছাড়া সেখানে এখন পর্যন্ত কোনো নির্বাচনি সরঞ্জামাদি পৌঁছায়নি।
স্কুল কমিটির দ্বন্দ্বে এমন ঘটনা ঘটেছে জানিয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা শাহীনা আক্তার জানান, আমরা খোঁজ নিচ্ছি। নির্বাচনের কেন্দ্র রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর টহল আরও বাড়ানো হয়েছে।