চট্টগ্রাম নগরীর চান্দগাঁও এলাকায় পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষ হয়েছে।
রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে ভোট শুরুর পর সোয়া ৯টার দিকে নগরীর চান্দগাঁও থানার শরাফত উল্লাহ পেট্রোল পাম্পের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে হঠাৎ সড়কে জড়ো হয়ে টায়ার জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালান বিএনপির নেতাকর্মীরা। এ সময় পুলিশ তাদের বাধা দিতে গেলে বাগ্বিতণ্ডার ঘটনা ঘটে। পরে লাঠি চার্জ করে তাদের সড়ক থেকে সরিয়ে দেয় পুলিশ।
এতে একপর্যায়ে পাল্টাপাল্টি ধাওয়া শুরু হয়। পুলিশ অলিগলিতে অভিযান চালিয়ে আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। সড়কে পুলিশের পাশাপাশি বিজিবির সদস্যরা টহল জোরদার করেছে।