ভোট পড়েছে ৪০ শতাংশ: সিইসি

Date: 2024-01-07
news-banner
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সারাদেশে ৪০ শতাংশের মতো ভোট পড়েছে বলে ধারণা প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের। তবে এটা চূড়ান্ত নয় বলে জানান তিনি।

ভোটগ্রহণ শেষে রোববার (৭ জানুয়ারি) ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। 

দেশজুড়ে ভোটগণনা চলছে জানিয়ে কাজী হাবিবুল আউয়াল বলেন, “প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী ৪০ শতাংশ ভোট পড়েছে। অর্থাৎ এন্ট্রি হয়েছে যতটুকু সে অনুযায়ী ৪০ শতাংশ। এটি বাড়তে পারে, নাও বাড়তে পারে।”

হাবিবুল আউয়াল বলেন, “কিছু কিছু অভিযোগ এসেছে  ব্যালটে সিল মারার। আমাদের মনিটরিং সেল সেটি পর্যবেক্ষণে রেখেছে। আমরা ক্রস চেক করে যখন দেখেছি ঠিক, তখন ব্যবস্থা নিয়েছি। শেষ মুহূর্তে একজনের প্রার্থীতা বাতিল করেছি।”

"সহিংসতার মতো গুরুতর ঘটনা ঘটেনি। তারপরও যা ঘটেছে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা গ্রেপ্তার করেছি, মামলা করেছি," বলছিলেন তিনি।

বড় দল নির্বাচন বর্জন করে জনগণকে ভোট থেকে বিরত রাখতে চেষ্টা করায় ভোট কিছুটা কম পড়েছে বলে মনে করেন সিইসি।
image

Leave Your Comments