বরিশাল-২ আসনে জিতলেন মেনন

Date: 2024-01-08
news-banner
১৪ দলীয় জোটের শরিক বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বরিশাল-২ আসনে বিপুল ভোটে বিজয়ী হয়েছেন। তার প্রধান প্রতিদ্বন্দ্বী ছিলেন শের-ই-বাংলা একে ফজলুল হকের নাতি এ.কে ফাইয়াজুল হক।

রোববারের (৭ জানুয়ারি) মেনন নৌকা প্রতীকে এক লাখ ২২ হাজার ১৭৫ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী একে ফাইয়াজুল হক ঈগল প্রতীকে পেয়েছেন ৩১ হাজার ৩৯৭ ভোট।

বরিশাল-২ আসনে মোট ভোটার তিন লাখ ৫৮ হাজার ২৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার এক লাখ ৮২ হাজার ৩৬৮, আর নারী ভোটার এক লাখ ৭৫ হাজার ৮৭৭ জন। মোট কেন্দ্র সংখ্যা ১৩৭টি। এর মধ্যে বানারীপাড়ায় ৫৩ ও উজিরপুরে ৮৪টি কেন্দ্র।

মেনন গত দুই মেয়াদে ঢাকা-৮ আসনের সংসদ সদস্য ছিলেন। তবে এবার তিনি এই আসনে মনোনয়ন পাননি। তাকে পাঠানো হয় বরিশালে।

এদিকে ১৪ দলীয় জোটের শরিক হিসেবে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিকে এবার দুটি আসন দেওয়া হয়। এর মধ্যে দলের সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা রাজশাহী-২ (সদর) আসনে প্রতিদ্বন্দ্বিতা করে হেরে গেছেন স্বতন্ত্র প্রার্থীর কাছে।
image

Leave Your Comments