দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ায় রাজধানীর ধানমণ্ডিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে এবং বনানী কবরস্থানে স্বজনদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ মঙ্গলবার (৯ জানুয়ারি) সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর ধানমণ্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন শেখ হাসিনা। এর আগে রাজধানীর বনানী কবরস্থানে ১৯৭৫ সালের ১৫ আগস্ট শহীদ হওয়া স্বজনদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী। ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর পরিবারের নিহত সদস্যদের আত্মার মাগফিরাত কামনায় সুরা ফাতিহা পাঠ ও দোয়া মোনাজাত করেন শেখ হাসিনা।
রাজধানীর বনানী কবরস্থানে মঙ্গলবার সকালে পরিবারের শহীদ সদস্যদের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা। ছবি : ফোকাস বাংলা
এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ছিলেন তার ছোট বোন শেখ রেহানা, মেয়ে সায়মা ওয়াজেদ হোসেন পুতুল ও বঙ্গবন্ধুর দৌহিত্র রাদওয়ান মুজিব সিদ্দিক।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ২৯৮ আসনের মধ্যে ২২২টি পেয়ে নিরঙ্কুশ জয়লাভ করেছে ক্ষমতাসীন আওয়ামী লীগ।