‘কারার ঐ লৌহ কপাট’ বিকৃত গানটি অনলাইন থেকে মুছে ফেলার নির্দেশ

Date: 2024-01-09
news-banner
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ কপাট’ গানের বিকৃত ভার্সন বাংলাদেশের সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণের জন্য বিটিআরসিকে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।
মঙ্গলবার (৯ জানুয়ারি) এ বিষয়ে এক আবেদনের শুনানি করে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এই আদেশ দেন। পরে আদালত থেকে বেরিয়ে আদেশের বিষয়টি জানান, রিটকারী আইনজীবী ব্যারিস্টার হুমায়ুন কবির পল্লব।
এর আগে গত বছরের ৬ ডিসেম্বর ফেসবুক, ইউটিউবসহ সব অনলাইন প্ল্যাটফর্ম থেকে এ আর রহমানের বিকৃত সুরে গাওয়া কাজী নজরুল ইসলামের ‘কারার ঐ লৌহ-কপাট’ গানটি অপসারণ করতে হাইকোর্টে রিট দায়ের করা হয়।
হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় বুধবার (৬ ডিসেম্বর) মানবাধিকার সংগঠন ল’ অ্যান্ড লাইভ ফাউন্ডেশন ট্রাস্ট এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ১০ আইনজীবীর পক্ষে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির রিটটি দায়ের করেন।
এর আগে গত ১৯ শে নভেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ হুমায়ন কবির বিবাদীদের এ আর রহমানের বিকৃত সুরে গাওয়া কারার ঐ লৌহ-কপাট গানটি অনলাইন প্ল্যাটফর্ম থেকে অপসারণ করতে সংশ্লিষ্টদের লিগ্যাল নোটিশ পাঠান।
image

Leave Your Comments