দ্বাদশ নির্বাচনে বিজয়ীদের গেজেট প্রকাশ

Date: 2024-01-09
news-banner
সদ্য সমাপ্ত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ীদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন। মঙ্গলবার (৯ জানুয়ারি) বিকেলে ইসির জনসংযোগ কর্মকর্তা শরিফুল আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এর আগে, ২৯৮টি সংসদীয় আসনের ফলাফল যাচাই-বাছাই শেষে গেজেট প্রকাশের অনুমোদন দেয় নির্বাচন কমিশন (ইসি)।

এ সময় নির্বাচন কমিশনার মো. আলমগীর ভোট নিয়ে জাতিসংঘ, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের প্রতিক্রিয়ার জবাবে বলেন, ভোট সুষ্ঠু হওয়া নিয়ে বিদেশিরা কে কী বললো, সেটা দেখার দায়িত্ব ইসির না। নির্বাচন নিয়ে সন্তুষ্ট বা অসন্তুষ্ট কিছুই বলবো না। কমিশন সঠিক দায়িত্ব পালন করেছে।

এদিকে আগামীকাল বুধবার (১০ জানুয়ারি) সকাল ১০টায় সংসদ ভবনের নিচতলায় শপথকক্ষে নবনির্বাচিত এমপিদের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। এসময় শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। এরই মধ্যে শপথগ্রহণের সব আয়োজন সম্পন্ন করা হয়েছে।

প্রসঙ্গত, সংবিধান অনুযায়ী, গেজেট প্রকাশের তিনদিনের মধ্যে নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথগ্রহণের বাধ্যবাধকতা রয়েছে। এর ৩০ দিনের মধ্যে সংসদ অধিবেশন ডাকতে হবে।
image

Leave Your Comments