ঢাকার বস্তিতে আগুন লেগে ২ জনের মৃত্যু

Date: 2024-01-13
news-banner
রাজধানী ঢাকার তেজগাঁও এলাকার একটি বস্তিতে অগ্নিকাণ্ডে এক নারী ও এক শিশুর মৃত্যু হয়েছে। এ সময় বেশ কয়েকজন আহত হয়েছেন।
তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের পরিদর্শক আনোয়ারুল ইসলাম জানান, ফিল্ম ডেভেলপমেন্ট করপোরেশনের (এফডিসি) কাছে মোল্লাবাড়ি বস্তিতে রাত ২টা ২৩ মিনিটে আগুনের সূত্রপাত হয়।

ফায়ার সার্ভিসের ১৩টি ইউনিট ভোর ৫টা ৫০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা মরদেহ দুটি উদ্ধার করে বলেও জানান তিনি।
ঘটনাস্থলে সাংবাদিকদের ব্রিফিংকালে ফায়ার সার্ভিসের পরিচালক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল তাজুল ইসলাম চৌধুরী বলেন, আগুনে অন্তত ৩০০টি ঘর পুড়ে গেছে।

তিনি বলেন, বস্তির ঝুপড়ি ঘরগুলো বাঁশ, কাঠ ও টিনের তৈরি, এ কারণে আগুন দ্রুত ছড়িয়ে পড়েছিল। এক প্রশ্নের জবাবে এই কর্মকর্তা বলেন, বস্তিতে অগ্নিকাণ্ডের ঘটনা সাধারণত ঘটে থাকে বৈদ্যুতিক শর্টসার্কিট বা গ্যাস লাইনে লিকেজের কারণে। "আমরা এখানে দুটি কারণের মধ্যে যে কোনো একটিকে সন্দেহ করছি। আমরা তদন্ত করব," তিনি বলেন।
image

Leave Your Comments