কক্সবাজারের উখিয়া ক্যাম্পে ২৪ ঘণ্টার ব্যবধানে দুই রোহিঙ্গাকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তাদের মধ্যে একজন রোহিঙ্গা মাঝি (নেতা)।
শনিবার বিকেলে উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে গুলি করে মো. হুজিত উল্লাহ (৩৪) এবং এর আগে শুক্রবার ২০ নম্বর ক্যাম্পে মাঝি করিম উল্লাহকে (৩৭) গলা কেটে হত্যা করা হয়েছে।
করিম উল্লাহ ওই ক্যাম্পে ২৭ নম্বর ব্লকের মাঝি ছিলেন।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামীম হোসেন বলেন, "শনিবার বিকেলে ওই ক্যাম্পে একটি চায়ের দোকানে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে আলাপ করছিলেন হুজিত উল্লাহ। ছয়-সাতজন মুখোশ পরা লোক সেখান থেকে তাকে তুলে নিয়ে যায় এবং কিছুটা দূরে গিয়ে কুপিয়ে ও মাথায় গুলি করে পালিয়ে যায়।
"থানা পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে," বলেন তিনি।
শামীম আরও বলেন, "গতকাল শুক্রবার ২০ নম্বর ক্যাম্পের মাঝি করিম উল্লাহকে (৩৭) তার ঘর থেকে তুলে নিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।"
ক্যাম্পের বাসিন্দা মোহাম্মদ আলম বলেন, "২৪ ঘণ্টায় দুজনকে হত্যার পরে ক্যাম্পে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।"