সাময়িক বন্ধ টেসলার কারখানা

Date: 2024-01-14
news-banner
আন্তর্জাতিক ডেস্কঃ লোহিত সাগরে পণ্যবাহী জাহাজের ওপর আক্রমণ করছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরা। ফলে জাহাজগুলো আর ওই রুটে যেতে পারছে না। এর প্রভাবে সাময়িক ভাবে বন্ধ রাখা হচ্ছে জার্মানির রাজধানী বার্লিনের কাছে অবস্থিত টেসলার গাড়ি তৈরির কারখানা।

টেসলা এক বিবৃতিতে জানিয়েছে, ‘যন্ত্রাংশ কম থাকায় আমরা জার্মানির কারখানায় গাড়ি উৎপাদনের কাজ আগামী ২৯ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ রাখছি।’

কোম্পানিটি আরও জানিয়েছে, লোহিত সাগরে জাহাজ চলাচল কার্যত বন্ধ হয়ে যাওয়ায় তাদের এই সংকটের মুখে পড়তে হয়েছে।
মূলত ওই অঞ্চলে ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীরা একের পর এক পণ্যবাহী জাহাজ আক্রমণ করেছে। গাজাতে ইসরায়েলের আক্রমণ বন্ধ না হওয়া পর্যন্ত তারা এই কাজ করবে বলে হুমকি দিয়েছে।

টেসলা বলেছে, লোহিত সাগরে এই অবস্থার পরিপ্রেক্ষিতে জাহাজগুলো এখন কেপ অব গুড হোপ দিয়ে যাচ্ছে। তার জেরে টেসলার কারখানায় উৎপাদন ব্যহত হয়েছে।

এদিকে লোহিত সাগরে হুথি গোষ্ঠীর আক্রমণ শুরুর পর টেসলাই প্রথম কোম্পানি যারা কারখানা বন্ধ রাখার কথা ঘোষণা করল। হুথির আক্রমণের প্রভাব অনেক কারখানার ওপরেই পড়ছে। চীনের অন্যতম বড় গাড়ির কারখানা এবং সুইডেনের হোম ফার্নিশিং কারখানা গ্রাহকদের জানিয়েছে, তাদের কাছে পণ্য পৌঁছাতে দেরি হবে।

বিশ্বের বড় শিপিং কোম্পানিগুলো এখন সুয়েজ খাল ব্যবহার করছে না। এই রাস্তা দিয়ে বিশ্বের ১২ শতাংশ জাহাজ চলাচল করে।
প্রায় সব বড় শিপিং কোম্পানিগুলো কেপ অব গুড হোপ দিয়ে তাদের জাহাজ পাঠাচ্ছে। এর ফলে শুধু যে ১০ দিন বেশি সময় লাগছে তাই নয়, এতে খরচও হচ্ছে অনেক বেশি। এশিয়া থেকে ইউরোপ যেতে ৯ লাখ ১০ হাজার ডলারের অতিরিক্ত জ্বালানি লাগছে।

টেসলা জানিয়েছে, এর ফলে সরবরাহ চক্র ভেঙে গেছে। ২০২২ সালের মে মাস থেকে বর্লিনের কাছের কারখানায় উৎপাদন শুরু করে টেসলা। সেখানে ১১ হাজার ৫০০ কর্মী কাজ করেন।
image

Leave Your Comments