খুলনা দিঘলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে বসতঘর বিধ্বস্ত

Date: 2024-01-14
news-banner
দিঘলিয়ায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ২ টি বসতঘর আংশিক বিধ্বস্ত হয়েছে। গতকাল শনিবার আনুমানিক সকাল ১০-৩০ মিনিটের সময় দিঘলিয়া উপজেলা পরিষদের পার্শ্ববর্তী গোয়ালপাড়া গ্রামে বেলুন ব্যবসায়ী জাহিদুল ইসলাম (৩২) এর বাড়ির সামনে বিকট শব্দ শুনে এলাকাবাসী জড়ো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ঘটনার সময় জাহিদুল ইসলাম তার বসতবাড়ির সামনে রাস্তায় বসে গ্যাস সিলিন্ডারে বেলুনে ফুলাচ্ছিলেন। বেলুনে গ্যাস ঢোকানোর সময় অসাবধানতাবশতঃ গ্যাস সিলিন্ডারে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। বিস্ফোরনে জাহিদুলের সেমি পাকা বসতঘরের আংশিক দেয়াল বিধ্বস্ত হয় এবং পাশ্ববর্তী এক প্রতিবেশীর বসতঘরও ক্ষতিগ্রস্ত হয়।

খবর পেয়ে তাৎক্ষণিকভাবে দিঘলিয়া উপজেলা চেয়ারম্যান শেখ মারুফুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার খান মাসুম বিল্লাহ এবং দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন।

দিঘলিয়া থানা অফিসার ইনচার্জ মোঃ বাবুল আক্তার প্রতিবেদককে বলেন, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় ২টি বসত বাড়ির আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। কেউ আহত হওয়ার ঘটনার খবর পাইনি। এ ঘটনায় থানায় কেউ অভিযোগ দায়ের করেনি।
image

Leave Your Comments