চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় এর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত

Date: 2024-01-14
news-banner
প্রেস বিজ্ঞপ্তি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর সাথে চবি একাউন্টিং বিভাগের অধ্যাপক ড. মোঃ আনোয়ারুল কবীর এবং চবি আর্ন্তজাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ফরিদুল আলম ১৪ জানুয়ারি ২০২৪ দুপুর ২:০০ টায় উপাচার্যের অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

উল্লেখ্য, গত ১৪-১৮ ডিসেম্বর ২০২৩ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্যের প্রতিনিধি হিসেবে উক্ত প্রতিনিধি দল চীনের ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় সফর করেন। এই সফরে ইউনান মিনজু বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মধ্যে এক সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

উক্ত সমঝোতা স্মারকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে চীনের আর্থিক সহায়তায় একটি কনফুসিয়াস সেন্টার প্রতিষ্ঠা এবং নিয়মিতভাবে উভয় বিশ্ববিদ্যালয়ের ছাত্র-শিক্ষকদের সফর ও একাডেমিক কার্যক্রম যৌথভাবে পরিচালনার বিষয়টি অন্তর্ভুক্ত রয়েছে। উক্ত প্রতিনিধি দল ১৪ জানুয়ারি ২০২৪ দুপুর ২:০০ টায় উক্ত সমঝোতা স্মারক এবং সফরের একটি প্রতিবেদন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. শিরীণ আখতার এর কাছে হস্তান্তর করেন।

image

Leave Your Comments