গত ২৪ সেপ্টেম্বর ২০২৩ আসন্ন বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লেয়ার ড্রাফট অনুষ্ঠিত হয়। এবারে আসরের সময় সূচিও চূড়ান্ত করা হলো। ২০২৪ সালের ১৯ জানুয়ারী থেকে মাঠে গড়াতে যাচ্ছে বিপিএলের দশম আসর। বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
উদ্বোধনী দিনে একটি ম্যাচের মধ্য দিয়ে আসরের পর্দা উঠবে। প্রথম ম্যাচে মুখোমুখি হবে দূরন্ত ঢাকা এবং কুমিল্লা ভিক্টোরিয়ান্স। ৭ দলের আসরে মোট ৪৬ ম্যাচ অনুষ্ঠিত হবে। দেড় মাসের এই আসরের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে ১লা মার্চ। প্রতি শুক্রবারে দু’টি করে ম্যাচ অনুষ্ঠিত হবে। দিনের প্রথম ম্যাচ শুরু হবে দুপুর ২ টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা ৭ টায়। শুক্রবার ছাড়া বাকি দিনগুলোতে প্রথম ম্যাচ শুরু হবে দুপুর দেড়টায় এবং দ্বিতীয় ম্যাচ শুরু হবে সন্ধ্যা সাড়ে ৬ টায়।
আসরের ৪৬ টি ম্যাচ দেশের মোট তিনটি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। মিরপুরের হোম অব ক্রিকেট খ্যাত শের-এ-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।
এক নজরে বিপিএল-২০২৪ এর পূর্ণাঙ্গ সময়সূচি :