দুই মাসে শীতজনিত রোগে মৃত্যু ৬২

Date: 2024-01-18
news-banner
কনকনে ঠাণ্ডা ও ঘন কুয়াশায় বাংলাদেশে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রা।

হেলথ ইমারজেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, গত ১৫ নভেম্বর থেকে বুধবার পর্যন্ত প্রায় দুই মাসে দেশের বিভিন্ন হাসপাতালে শ্বাসতন্ত্রের সংক্রমণ ও ডায়রিয়ায় আক্রান্ত হয়ে কমপক্ষে ৬২ জনের মৃত্যু হয়েছে।

ঢাকা বিভাগে ছয়জন, ময়মনসিংহ বিভাগে তিনজন, চট্টগ্রাম বিভাগে ৩০ জন, রাজশাহী বিভাগে একজন, রংপুর বিভাগে চারজন, বরিশাল বিভাগে একজন ও সিলেট বিভাগে ১৭ জন মারা গেছেন।
কন্ট্রোল রুমের তথ্য অনুসারে, গত ১৫ নভেম্বরের পর থেকে দেশের বিভিন্ন হাসপাতালে ঠাণ্ডাজনিত রোগ নিয়ে প্রায় আড়াই লাখ রোগী ভর্তি হয়েছেন।
রাজধানীর শিশু হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা হাসান অমি বেনারকে বলেন, “বর্তমানে হাসপাতালে যেসব রোগী ভর্তি হচ্ছে, তার ৭০ শতাংশই ঠাণ্ডাজনিত সমস্যা নিয়ে আসছে। ডায়রিয়া, শ্বাসকষ্ট ও নিউমোনিয়া আক্রান্ত হয়ে তারা আসছে হাসপাতালে।
image

Leave Your Comments