এই মুহূর্তে প্রচুর চাল মজুত আছে দাম কেন বাড়ছে: ব্যবসায়ীদের খাদ্যমন্ত্রী

Date: 2024-01-18
news-banner
হঠাৎ করেই চালের দাম কেজি প্রতি ৪ থেকে ৫ টাকা বেড়ে গেছে। বিক্রেতারা বলছেন, বছরের শুরুতে মিলমালিকেরা চালের দাম বাড়িয়েছেন।
তবে খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেন, ‘এই মুহূর্তে প্রচুর চাল মজুত আছে। দাম কেন বাড়ছে।’
বুধবার বিকেলে নিজ মন্ত্রণালয়ে ধান-চালের বাজার ঊর্ধ্বগতি নিয়ে মালিকদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী। বৈঠকে সাধন চন্দ্র মজুমদার ব্যবসায়ীদের কাছে এই প্রশ্ন করেন।

মন্ত্রী ব্যবসায়ীদের হুঁশিয়ার করে বলেন, ‘হঠাৎ করে চালের দাম বেড়ে যাবে এটা হতে পারে না। আপনারা যেমন লাফিয়ে চালের দাম বাড়িয়েছেন তেমনি লাফিয়ে দাম কমাবেন। আমাদের প্রতিশ্রুতি করে যান।’
লাইসেন্স না নিয়ে যারা চাল মজুত করছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলেও জানান মন্ত্রী। বলেন, ‘মিলে কতটুকু চাল মজুত রাখতে পারবেন সেটাও তদারকি করা হচ্ছে। এই মুহূর্তে প্রচুর চাল মজুদ আছে। দাম কেন বাড়ছে।’

মন্ত্রী বলেন, ‘আমরা ব্যবসায়ীদের ডেকে এনেছি। হঠাৎ করেই দাম বেড়েছে। আমরা দাম বৃদ্ধিতে জিরো টলারেন্সে আছি। এটা কোনোভাবেই হতে দেওয়া যাবে না। আমরা ইতিমধ্যে মনিটরিং টিম করেছি।’
চালের দাম নিয়ন্ত্রণে অভিযান পরিচালনার নির্দেশনা দেওয়া রয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘অভিযান চলছে। চার দিনের মধ্যেই চালের দাম কমাতে হবে।’
image

Leave Your Comments