কমছে না শীতের দাপট। সর্বনিম্ন তাপমাত্রা রাজশাহী, পাবনা এবং নওগাঁয়। তীব্র শীতে বিপাকে শ্রমজীবী আর ছিন্নমূল মানুষ। ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নামায় বন্ধ করা হয়েছে অনেক জেলার প্রাথমিক ও মাধ্যমিক স্কুল। আবহাওয়া অধিদপ্তর বলছে, সারাদেশে তাপমাত্রা আরও কমতে পারে।
জেঁকে বসেছে মাঘের হাড়কাঁপানো শীত। কাঁপছে রাজধানীসহ সারাদেশ।
কিশোরগঞ্জ, রাজশাহী, পাবনা, নওগাঁ, নাটোর, চুয়াডাঙ্গা, পঞ্চগড় এবং কুড়িগ্রামের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। কনকনে শীতে দিশেহারা এসব অঞ্চলের মানুষ। ১০ ডিগ্রির নিচে তাপমাত্রা নেমে আসায় বন্ধ ঘোষণা করা হয়েছে এসব অঞ্চলের প্রাথমিক ও মাধ্যমিক স্কুল।
এদিকে, শীতে বেড়েই চলেছে ঠাণ্ডাজনিত রোগ। সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে শিশু এবং বৃদ্ধরা। শীতের প্রভাব পড়েছে সিরাজগঞ্জের তাঁতপল্লিতে। কাজ করতে পাচ্ছেন না অনেক শ্রমিক। আবহাওয়া অধিদপ্তরের তথ্য বলছে, আগামী ২৪ ঘন্টায় সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা আরও কমতে পারে।